শুরুটা হয়েছিল ডেনমার্কের (ক্যাপ্টেন) জামাল ভুঁইয়া দিয়ে, তারপর ফিনল্যান্ড থেকে এলেন তারিক কাজি।
এবার তালিকায় আরও বড় নাম—প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, সঙ্গে রয়েছেন কাজেম শাহ ও ফাহামিদুল ইসলাম। লাল-সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে প্রস্তুত তারা!
🌍 বাংলাদেশের এই তারকারা আসছেন বিশ্বের নানা প্রান্ত থেকে:
🇩🇰 জামাল ভুঁইয়া – ডেনমার্ক
🇫🇮 তারিক কাজি – ফিনল্যান্ড
🏴 হামজা চৌধুরী – ইংল্যান্ড
🇨🇦 কাজেম শাহ – কানাডা
🇮🇹 ফাহামিদুল ইসলাম – ইতালি
আশা করি, তাদের হাত ধরেই ২৫ তারিখে ভারতের বিপক্ষে জয় এনে বাংলাদেশ ফুটবলে নতুন বিপ্লব শুরু হবে! 🇧🇩⚽🔥
0 Comments