Subscribe Us

বিয়ানীবাজার ইয়ুথ অর্গানাইজেশন কতৃক আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন

বিয়ানীবাজার ইয়ুথ অর্গানাইজেশন কতৃক আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন


বিয়ানীবাজার ইয়ুথ অর্গানাইজেশন (বন্দুমহল ০৭/০৯ ব্যাচ বিয়ানীবাজার) এর উদ্যোগে  ও পরিচালনায় আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মহতী আয়োজনটি প্রবাসী বন্ধু দের  সহযোগিতার পাশাপাশি সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামিল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি. সহ-সভাপতি রায়হান আলম সাজু, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ইত্তেহাদ শরীফ, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, এবং কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান

ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে, সমবেত সকলের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  বিয়ানীবাজার ইয়ুথ অর্গানাইজেশন এর অন্যতম সদস্য শাহ আজিজ , যিনি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 


ইফতার মাহফিল শেষে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা সমাজে যুবকদের ভূমিকা, সংগঠনের কার্যক্রম এবং এর মাধ্যমে সমাজের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, বিয়ানীবাজার ইয়ুথ অর্গানাইজেশন কেবলমাত্র একটি সংগঠন নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে যুবসমাজ সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারে। তারা আরও বলেন, ইফতার মাহফিলের মতো এমন উদ্যোগ আগামী দিনেও চলমান থাকবে এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে সমবেত সকলের জন্য অর্গানাইজেশন এর পক্ষ থেকে সকল সদস্য কে চমৎকার একটি ব্যাগ উপহার দেয়া হয়. যেখানে অর্গানাইজেশন এর নাম ও লোগো ছবি দেয়া আছে ।

এই মহতী আয়োজনে উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Post a Comment

0 Comments